
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাৎকারে চিনের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন তিনি। এবার এ বিষয়ে মোদীর প্রশংসা করে তাঁর সঙ্গে একমত হল বেজিং।
ঠিক কী বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী? চিন প্রসঙ্গে মোদী বলেছিলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে মতানৈক্য থাকা স্বাভাবিক, তবে মতানৈক্য যেন বিবাদে পরিণত না-হয়। ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রশংসা করেছে চিনের বিদেশ মন্ত্রক। পাশপাশি সোমবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ভারতের মতো একই লক্ষ্যে বেজিংও কাজ করে যাচ্ছে।
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও জানান, ২০২৪ সালের অক্টোবরে মোদী এবং জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। রাশিয়ার কাজানে ভারত-চিনের সেই বৈঠক সদর্থক হয়েছে বলে জানান তিনি। দু দেশের সম্পর্ককে উন্নত করার জন্য কী করণীয়, সে বিষয়ে একটি কৌশল নির্ধারণ করা হয়েছে। উভয়ের সম্মতিতে যে কৌশল নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে নয়াদিল্লি এবং বেজিং কাজ করে চলেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ উঠেছিল চিনা সেনার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুন গালওয়ানে চিনা ফৌজের হামলায় নিহত হয়েছিলেন ভারতের ২০ জন সেনা। যে ঘটনার পর দু দেশের সম্পর্কে শীতলতা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই শীতলতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য আবার তৎপরতা শুরু করেছে দিল্লি ও বেজিং।