
ওঙ্কার ডেস্ক: ‘আমিও মানুষ, ঈশ্বর নই’। এই দাবি করে নিজের জন্ম নিয়ে ‘নন বায়োলজিক্যাল’ মন্তব্য নিজেই খারিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০২৪ লোকসভা নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তিনি ঈশ্বরপ্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তাঁর মধ্যে। যা নিয়ে সেইসময় বিস্তর বিতর্ক হয়। মোদীকে চেপে ধরেন বিরোধীরা। এবার নিজের সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন স্বয়ং মোদী।
জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টের অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী দাবি করেন, তিনিও আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ। ঈশ্বর নন। মোদী বলেছিলেন, “প্রধানমন্ত্রী থাকাকালীন একটা ভাষণে অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।”
মোদীর কথায়, “মা যতদিন বেঁচেছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পরে নানারকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। আমার ভিতরের শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্যে আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে নরেন্দ্র মোদীকে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস-সহ বিরোধীরা। সাক্ষাৎকারের মধ্যে দিয়ে নমো বিরোধী-সহ কংগ্রেসকে সেই কটাক্ষের জবাব দিলেন বলেই মত রাজনৈতিক মহলের।