
ওঙ্কার ডেস্ক: পূর্বাঞ্চল সমাজের স্বার্থ উপেক্ষার অভিযোগে শুক্রবার দিল্লির অশোকা রোড থেকে আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে সেই মিছিল ঘিরে তৈরি হল রণক্ষেত্র। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করল পুলিশ।
সূত্রের খবর, এদিনের মিছিলকে কেন্দ্র করে কেজরিওয়ালের বাসভবনের বাইরে আগে থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে ব্যারিকেড থাকলেও ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভস্থল থেকে এদিন পুলিশ বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে।
প্রসঙ্গত, রাজধানীতে পূর্বাঞ্চল সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করছেন কেজরিওয়াল, লাগাতার এমনই অভিযোগ তুলছে বিজেপি। এবিষয়টি মাথায় রেখে শুক্রবার ‘পূর্বাঞ্চল সম্মান মার্চ’ নামে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল গেরুয়া শিবির।