
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জেরে উত্তেজনা ক্রমশ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ইতিমধ্যে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। এবার নয়াদিল্লির তরফে ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির বিরুদ্ধে। নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার রয়েছে ৬ কোটি ৩০ লক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। যে ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে সেগুলির মধ্যে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের চ্যনেলও রয়েছে।
নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, এই পাক ইউটিউব চ্যানেলগুলি ভারত, ভারতের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। এই ঘটনার পর পাকিস্তানের দিকে আঙুল উঠেছে। কারণ এই হামলার ঘটনায় যে জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন। পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে।