
অমিত দাস,কলকাতা : বারবার নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সেই বিষয়েই এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন নওশাদ সিদ্দিকীর। প্রসঙ্গত, গত সপ্তাহের শুক্রবার ভাঙড়ে ঢোকার মুখে আটকে দেওয়া হয় নওশাদকে।টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর তাকে ফিরে যেতে হয়। এরপর রবিবার ভাঙড়ে ঢুকতে গিয়ে ফের বাধার সম্মুখীন হতে হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। হাতিশালার কাছে পুলিশ ব্যারিকেড করে বিধায়কের কনভয় আটকে দেয়। কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে বলেন ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি ভাঙড়ে যেতে পারবেন না । পুলিশের বিরুদ্ধে নিজের নির্বাচন কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেন নওশাদ। পুলিশের অতি সক্রিয়তার দাবি করেছেন নওশাদ এর আইনজীবী ফিরদৌস শামীমের। কেন পুলিশ নওশাদের বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে? প্রশ্নের উত্তর চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক। তাঁর আরও অভিযোগ, তিনি নিজের বিধানসভায় ঢুকতে না পারায় কাজে বিঘ্ন ঘটছে। মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।