
নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী ও নকশাল পন্থীরা এখনও কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ২০১৫ সালে নকশাল দমনে যে ‘জাতীয় পর্যায়ের নীতি’ গ্রহণ করেছিলেন, তার সুফল মিলতে শুরু করেছে। এবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘‘ভারত নকশালপন্থী নির্মূল করার যুদ্ধের শেষ পর্বে পৌঁছে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকার এই যুদ্ধে জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। গত এক দশকে নিষিদ্ধ সিপিআই মাওবাদী সহ নকশাল চরমপন্থী গোষ্ঠীগুলির হামলা ৫২ শতাংশ কমেছে বলে দাবি করেন শাহ। তিনি আরও বলেন, নকশালপন্থী হামলায় মৃত্যুর ঘটনা ৭০ শতাংশ কমেছে। নকশাল কবলিত জেলার সংখ্যা ৯৬ থেকে ৪৫-এ নেমে এসেছে। নকশালপন্থী উপদ্রুত থানার সংখ্যা ৪৯৫ থেকে কমে ১৭৬ হয়েছে। মাও দমনে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বাহিনীর প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।