
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:নেতাই কাণ্ডে চক্রান্তের শ্বীকার হয়েছেন রথীন দন্ডপাট সহ বাকি ১৩ জন। রথীন দন্ডপাটের জামিনের পর মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন জামিনে থাকা অপর অভিযুক্ত সিপিএম নেতা ডালিম পাণ্ডে।সোমবার জামিন পেয়েছেন নেতাই গণহত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। তার জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।রথিনের জামিনের পর এই বিষয়ে মুখ খুললেন জামিনে থাকা অপর অভিযুক্ত সিপিআইএম নেতা ডালিম পাণ্ডে ।তার দাবি তিনি এবং বাকি তেরো জন চক্রান্তের স্বীকার।যখন এই ঘটনা ঘটে তখন নেতাইয়ে উপস্থিত ছিলেন না রথীন দন্ডপাত।একথা সাক্ষীরা ও বলেছেন।পাশাপাশি তিনি বলেন অভিযুক্ত ১৪ জনের মধ্যে ১০ জন ইতিমধ্যেই জামিন পেয়েছেন।বাকি চারজন ও জামিন পেয়ে যাবেন।উল্লেখ্য সিবিআইয়ের এর হাতে ২০১৪ সালে গ্রেফতার হন রথীন দণ্ডপাট। নেতাই কাণ্ডের সময় রথীন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকেই গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপর রথীন দণ্ডপাট জামিনের আবেদন করেন । ইতিমধ্যেই নেতাই মামলায় প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে এবং অনেকটাই এগিয়েছে সাক্ষী গ্রহণের প্রক্রিয়া , তাই এদিন রথীন দণ্ডপাটের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।