
শেখ এরশাদ, কলকাতাঃ রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং পরাক্রম দিবস হিসেবে পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিশ্বাস সুভাষচন্দ্র দেশের প্রথম প্রধান মন্ত্রী হলে দেশ খন্ডিত হত না।
মঙ্গলবার ২৩ জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটিকে কেন্দ্র সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করেন। এদিক সকালে কলকাতার রেড় রোডে একটি শোভা যাত্রার আয়োজন কারা হয়। শোভা যাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজির মূর্তিওতে মাল্যদান করে শুভেন্দু বলেন তিনি বিশ্বস করেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রথম প্রধান মন্ত্রী হলে দেশ খন্ডিত হত না। তিনি আরও বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু।
সারা দেশের আট থেকে আশি নেতাজি সুভাষচন্দ্র বসুরকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।