
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডের ৬৪ দিন পর সন্দেশখালি থানার ওসিকে বদল করলো জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদী রহমান। তাতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যিনি ওসি ছিলেন, সেই বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে পাঠানো হচ্ছে সন্দেশখালির ওসি দায়িত্বে। এতদিন পর কেন এই সিদ্ধান্ত সে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তবে কি সন্দেশখালীর বিদায়ী ওসি বিশ্বজিৎ সাপুইর সঙ্গে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সরদারদের মধ্যে কোনো বোঝাপড়া ছিল ? সেই কারণেই কি এত বা বাড়বাড়ন্ত শেখ শাজাহান বাহিনীর ? হঠাৎ এই বদলি সেই প্রশ্ন তুলে দিল রাজনৈতিক মহলে। কারণ এর আগে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সরদারের বিরুদ্ধে আনা অভিযোগের তারিখ এবং এফআইআর এ লেখা তারিখের ভুলের জন্য খেশরাত দিতে হয়েছিল বসিরহাট থানার আইসি কাজল চট্টোপাধ্যায়কে। গত সপ্তাহে তাকেও সরিয়ে দিয়েছিল জেলা পুলিশ প্রশাসন। ফের আজ সন্দেশখালি থানার ওসির বদল ঘিরে অসন্তোষের সৃষ্টি হয়েছে খোদ পুলিশ মহলেই বলে সূত্রের খবর । সন্দেশখালি কান্ডের প্রতিবাদে আগামীকাল সন্দেশখালীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে জনসভা করবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখানে লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তার আগেই শনিবার সকালে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন করে আরো ৬ টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০ তারিখ রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে।