
নিজেস্ব প্রতিনিধি,মালদাঃ দেওরকে অপহরণের অভিযোগ বৌদির বিরুদ্ধে। পুলিশি তৎপরতায় উদ্ধার নাবালক দেওর। বিহারের কাটিহার থেকে উদ্ধার করা হয় পঞ্চম শ্রেণীর পড়ুয়া দেওরকে। পুলিশের জালে গুন ধর বৌদি।
মালদহের ইংরেজবাজার থানা এলাকার যদুপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণীর পড়ুয়া নাবালক দেওরকে বাপের বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় বৌদি জাহেরা খাতুন। বৌমা ছোট দেওরকে বাপের বাড়ি বেড়াতে নিয়ে যাচ্ছেন ভেবে পরিবারের কেউই আপত্তি করেননি। কিন্তু, পরিবারের ভুল ভাঙে কয়েক ঘণ্টার মধ্যেই।
দেওরকে অপহরণ করে অত্যাচারের ভিডিও শ্বশুরবাড়িতে পাঠিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে জাহেরা। ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয় অপহৃত শিশুটির পরিবার। তদন্তে নামে পুলিশ। বিহারে কাটিহারে হানা দিয়ে নাবালক দেওরকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত বৌদিকে গ্রেফতার করে পুলিশ। শিশুটির পরিবারের দাবি, তাদের বাড়ির মেজ বেউ জাহেরা ও তার প্রেমিক বাড়ির ছোট ছেলের ওপর যৌন নির্যাতন ও করেছে। তাবে পুলিশ এখনও বৌদির প্রমিকের খোঁজ পায়নি।