
স্পোর্টস ডেস্ক :ডায়মন্ড লিগ জিতে নতুন ইতিহাস লিখলেন অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া।সুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করেন নীরজ। শীর্ষস্থান দখল করলেন। নিজের রেকর্ড ভেঙে ৯০ মিটার থ্রো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সুইৎজারল্যান্ডেও হল না ৯০-এর দূরত্ব পূরণ। বরং চোট থেকে ফেরার পর নিজের উন্নতিতে খুশি তিনি। ম্যাচের পর নীরজ বলেছেন, “চোট থেকে ফেরার পর আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। আজ রাতে এখানে বেশ ঠান্ডা। এখনও নিজের সেরা পারফরম্যান্সের থেকে অনেকটাই দূরে। কিন্তু মনে হচ্ছে ধীরে ধীরে উন্নতি করছি। এমন কামব্যাকে স্বস্তি পেয়েছি। জয়টাই আসল। আমি খুশিমনে সেটাকে আপন করে নিচ্ছি। এখনও অনেক জায়গায় খামতি আছে। সেগুলো চিহ্নিত করেছি। উন্নতি করার চেষ্টা করব।’