
জয়ন্ত সাহা,আসানসোল:
রবিবার ইন্ডিয়া জোট ছেড়ে ,পুরনো সঙ্গী বিজেপির হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশ তথা রাজ্য। তার ছোঁয়া লেগেছে আসানসোলের রাজনীতিতেও।শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই নিয়ে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা নীতিশ কুমার কে “পাল্টুরাম” বলে কটাক্ষ করেন।পাশাপাশি নীতিশ কে সমর্থন দেওয়ার জন্য আক্রমণ করেন অমিত শাহকে ।
অপরদিকে সাংসদ শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য কে কটাক্ষ করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন ,আসল পাল্টুরাম কে সেটা ওনার মুখে মানায় না। পাশাপাশি তিনি আরো বলেন , আপনার মত একজন ব্যক্তিত্ব আদবানিজির সাথে জীবন কাটানোর কথা বলেছিলেন , পরে কংগ্রেসের হাত ধরে চলা শুরু করলেন। এখন বাংলায় এসে দিদির ভাই হয়ে গেছেন।উল্লেখ্য রবিবার সকালে ” মহাগঠবন্ধন” জোটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নীতিশ।তারপর বিকালেই বিজেপির সমর্থন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।এই নিয়ে গত দশ বছরে ৫ বার দল বদল করলেন নীতিশ কুমার।