
বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর : মাদকাসক্তি এক ভয়ানক ব্যাধি। মাদকের ব্যবহার দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। শহর থেকে শুরু করে গ্রাম, সব জায়গাতেই মিলছে মাদক. এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ. এর মাঝেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধারের খবর আসছে. এবার উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ. জানা যায়, পাঞ্জিপারা পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে ওই ব্যক্তিকে ধরে পুলিশ. তার কাছ থেকে প্রায় ১৩ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছ পাঞ্জিপারা এলাকায়. কোথা থেকে ওই ব্যক্তি এই ব্রাউন সুগার নিয়ে এলো, কোথায়ই বা নিয়ে যাচ্ছিল, এর নেপথ্যে কোনও চক্র কাজ করছে কিনা, সবটা খতিয়ে দেখছে পুলিশ. শুক্রবার ধৃত যুবককে ইসলামপুর আদালতে তোলা হবে।