
শঙ্কর সেনগুপ্ত ও উজ্জ্বল হোড়, জলদাপাড়াঃ দুই দাঁতালের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ে কোমর ভাঙ্গে নদীর ধারে পড়ে রয়েছে এক পূর্ণবয়ষ্ক দাঁতাল হাতি। বন দফতর সূত্রে খবর, মূলত জঙ্গলের আধিপত্য বিস্তার করতে গিয়ে এই লড়াই বাঁধে। গুরুতর জখম অবস্থায় একটি দাঁতাল হলং নদীর ধারে পড়ে রয়েছে। তার কোমরের হাড় ভেঙে গিয়েছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দাঁতালটি। ঘটনা ঘটেছে জলদাপাড়ার তিতি জঙ্গলে।
রবিবার বনদফতর কর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের আধিপত্য বিস্তার করতে অথবা সঙ্গিনীর দখল পেতেই দুই দাঁতালের মধ্যে লড়াই বেধেছিল বলে মনে করা হচ্ছে। আর সেই লড়াইয়ের ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে একটি দাঁতাল। জলদাপাড়া বনবিভাগের তরফে জানানো হয়েছে , দাঁতালটির বাঁচার সম্ভাবনা খুবই কম। কারণ চিকিৎসায় একেবারেই সাড়া দিচ্ছে না। তবুও আপ্রাণ চেষ্টা করছেন বন কর্মীরা।