
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: ১০৭ তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। সেই উপলক্ষেই জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের জেলা সম্পাদক সলিল আচার্য্য সহ অন্যান্য সদস্য ও সমর্থকেরা উপস্থিত হয়ে, লেলিনের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত বক্তিত্বরা এই দিন প্রসঙ্গে বলেন, ‘১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন প্রমাণ করেছিল, সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। যে দেশটির জন্ম হয়েছিল ১৯১৭ সালে সেই দেশেই ১৯৩৪ সালে বন্ধ করে দেওয়া হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস গুলো কারন সেই সময় দেশে বেকার ছিলোনা একজনও।