
ওঙ্কার ডেস্ক : একটি অপারেশনেই জুতসই জবাব বলে মনে করছেন ভারত। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা হিসেবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একযোগে ৯টি জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ধরনের স্ট্রাইকের স্ট্র্যাটিজি অনুযায়ী ‘লং রেঞ্জ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ‘অপারেশন সিঁদুর’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আধুনিক অস্ত্রের মধ্যে ছিল কামিকাজে ড্রোন। তা দিয়েই আগে নজরদারি চালিয়ে প্রত্যাঘাত করেছে ভারত। আন্তর্জাতিক মাধ্যমে প্রত্যক্ষ্যদর্শীরা যে বর্ণনা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে এই অপারেশন কার্যত বিধ্বংসী ছিল।
অপারেশনের সময়কাল বেছে নেওয়া হয়েছিল মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর। যদিও মূল হামলা চলেছিল ২৫ মিনিট ধরে। আর এই সময়ের মধ্যেই পাকিস্তানকে কার্যত সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ২৫ মিনিটে ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা করা হয়েছে। এতেই নিকেশ হয়েছে ৭০ জন জঙ্গি। প্রথমে ড্রোন, তারপর মূল অপারেশন।
প্রথম থেকেই ভারতের লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি। তার মধ্যে ছিল বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের সদরঘাঁটি। যা মুরিদকের লস্কর-ই-তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র ছিল। পাশাপাশি কোটলি, সারজাল ইত্যাদি। কিন্তু পাকিস্তানের আম নাগরিকও হামলার সাক্ষী থেকেছে। সোশ্যাল মিডিয়ায় হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পরপর মিসাইল অ্যাটাক হচ্ছে পাকিস্তানের ভূমিতে। এই নিয়ে প্রত্যক্ষদর্শীদের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে মুরিদকের এক বাসিন্দা জানিয়েছেন, রাত প্রায় পৌনে ১টা। তখন তাঁরা ঘুমোচ্ছিলেন, হঠাৎ ড্রোন ওড়ার আওয়াজ মেলে। বাইরে বেরিয়ে দেখেন একটি ড্রোন উড়ছে। সঙ্গে সঙ্গে আরও ৩টি ড্রোন উড়ে আসে। এরপর লাগাতার কয়েকটি মসজিদে হামলা হয়। কয়েক সেকেন্ডে চোখের সামনে সব গুঁড়িয়ে যায়। ভারত সরকারের তরফে যে বিবৃতি এসেছে তাতে জানা যায়, একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কোনও ক্যাম্পে হামলা চালানো হয়নি।
এই অপারেশনে যে ধরনের মিসাইল ব্যবহৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ‘স্ক্যাল্প ক্রুজ মিসাইল’ এবং ‘হ্যামার বম্ব’। এই স্ক্যাল্প ক্রুজ মিসাইলকে ‘স্টরম স্যাডো’ বলা হয়। প্রায় ২৫০ কিলোমিটারের রেঞ্জ রয়েছে এই মিসাইলের। আর হ্যামার বম্ব যার রেঞ্জ ৫০-৭০ কিলোমিটার। আদতে এটি ‘হাইলি অ্যাজাইল মডিউলার মুনিশন এক্টেন্ডেড রেঞ্জ’-এর বোমা। অত্যাধুনিক বাঙ্কার এবং উঁচু বিল্ডিং ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়।