
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই পাকিস্তান ক্রিকেট নিয়ে প্রশ্ন আসে। তবে বাবর আজম দল থেকে বাদ পড়তেই ছন্দে পাকিস্তান।রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার সিরিজ জিতলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ জিতল পাকিস্তান। মুলতানের পর রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচেও পাকিস্তানের জয়ে বড় অবদান রাখলেন দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। মাসুদের নেতৃত্বে টানা ৬ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জার মুখে পড়তে হয় পাকিস্তানকে। কিন্তু এবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান।সিরিজও ইংল্যান্ড হারল ২-১-এ। সিরিজের শেষ টেস্টে আজ তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১২ রানে। জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৬ রান। ১৯ বলেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
২০২১ সালের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। বাবর আজম, শাহিন আফ্রিদিরা দল থেকে বাদ পড়তেই পাকিস্তান ফিরল স্বমহিমায়।