
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পাঠানকোট হামলার মাস্টার মাইন্ড শাহিদ লতিফ অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত। বুধবার সকালে পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ঝাঝরা করে দেয় তার দেহ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই হত্যার দায় স্বীকার করেনি কেউ। প্রসঙ্গত ৪১ বছরের শাহিদ ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট আক্রমণের মাস্টার মাইন্ড। দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় নাম ছিল এই জইশ এ মহম্মদের শীর্ষ জঙ্গির। পাঠানকোটে সামরিক ঘাঁটিতে হামলা চালানো ছাড়াও ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণকাণ্ডেও মূল অভিযুক্ত ছিল লতিফ। ১৯৯৪ সালের নভেম্বরে UAPA ধারায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১০ সালে ছাড়া পেয়ে পাকিস্তানে পালিয়ে যায় সে। পাকিস্তানেই গড়ে তোলে একাধিক জেহাদি সংগঠন। যাদের কাজ ছিল ভারতে হামলা চালানো। তারই পরিকল্পনায় ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ৪ দিনের গুলিযুদ্ধে ৭ নিরাপত্তাকর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এনআইএর তদন্তে উঠে আসে তার নাম। দীর্ঘদিন ধরেই তার নাগাল পেতে চাইছিলেন গোয়েন্দারা। অবশেষে বুধবার সাত সকালে পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে ঝাঝরা হয়ে গেল লতিফের দেহ।