
স্পোর্টস ডেস্ক :আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে লজ্জার হার পাকিস্তানের। বিশ্বকাপে সেমিতে যাওয়া বেশ কঠিন হয়ে গেলো পাক দলের। আফগানদের সামনে জয়ের জন্য ২৮৩ রানের টার্গেট ছিল। রহমানউল্লাহ গুরবাজ (৫৩ বলে ৬৫ রান) এবং ইব্রাহিম জাদরান (১১৩ বলে ৮৭ রান) প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শুরুটা বেশ ভালোই হয় আফগান ব্রিগেডের। এরপর রহমত শাহ (৮৪ বলে অপরাজিত ৭৭ রান) এবং অধিনায়ক হসমতউল্লাহ শহিদি (৪৫ বলে অপরাজিত ৪৮ রান) তৃতীয় উইকেটে ৯৬ রানের অপরাজিত ইনিংস দলকে উপহার দেন। ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮৬ রান করে জয় হাসিল করে নেয়।অস্তস্তিকর। ২৮০-২৯০ বড় স্কোর, কিন্তু তাতে মাত্র ২টি উইকেটই তুলতে পেরেছে পাকিস্তান। আর দলের এই হার মানতে পারছেন না প্রাক্তন পাক অধিনায়ক তথা তারকা স্পিনার ওয়াসিম আক্রম। এদিন আক্রম জানালেন, চেন্নাইয়ের পিচ যেমনই হোক না কেন দলের ফিল্ডিং দেখেই ওদের ফিটনেসের মাত্রা বোঝা গিয়েছে। গত ২ বছর ধরে কোনও ফিটনেস টেস্টই হয় না টিমে। আমি যদি আলাদা করে কারও নাম নিই তা হলে তাঁর সেটা ভালো লাগবে না। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে, রোজ ৮ কেজি মটন খান ওরা।’টিমে ফিটনেস টেস্ট হওয়া উচিত। পেশাদারি মানসিকতা নিয়েই দেশের জার্সিতে খেলা উচিত। কারণ খেলার জন্য ক্রিকেটাররা টাকা পায়। আমি মিসবার পক্ষেই ছিলাম। ও হেড কোচ হিসেবে ফিটনেস টেস্টকে দলে সুযোগের মাপকাঠি রেখেছিল। তাই ওকে অনেকে পছন্দ করত না। ওই ফিটনেস টেস্ট দলের সকলের জন্যই কাজের ছিল। ফিল্ডিংয়ের সময় ফিটনেস বোঝা যায়। এখন আমরা যে জায়গায় রয়েছি তাতে অনেক যদি-কিন্তুর উপর আমাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে। একই সঙ্গে অন্য দলের হার প্রার্থনা করতে হবে।’