
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ বুধবার গভীর রাতে পদত্যাগ করলেন পাকিস্থানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাঙা হল পাক সংসদ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেল যাত্রার পর তড়িঘড়ি সংসদ ভাঙার সিদ্ধান্ত নিলেন শাহবাজ শরিফ।
আগামী ১৪ অগাস্ট পর্যন্ত ছিল পাক সংসদের মেয়াদ। তার ঠিক তিন আগেই প্রেসিডেন্টকে চিঠি দিয়ে সংসদ ভাঙার সিদ্ধান্ত নেন শাহবাজ। পাক সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে ভাঙতে হয় সরকার। সেই সময় দেশ চালানোর দায়ভার থাকে কেয়ারটেকার সরকারের ওপর। বিদায়ী প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা যৌথ ভাবে আলোচনা করে ঠিক করেন কে হবেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী? সেখানে যদি মতের অমিল হয়, তবে একটি নাম কমিটির কাছে পেশ করতে হয়। আর সেখানেও যদি নাম চূড়ান্ত করতে না পারা যায় তাহলে নির্বাচন কমিশনই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে, এটাই পাক সংবিধানের নিয়ম।
পাকিস্থান বর্তমানে আর্থিক সংকটে বিপর্যস্ত। এর মধ্যেই যদি নির্বাচন হয় তাহলে দেশ জুড়ে অশান্তি ছড়াতে পারে। তাই কবে হবে নির্বাচন তা এখনও স্পষ্ট নয়।