
সন্তোষ মণ্ডল , দুর্গাপুরঃ পানাগড় কাণ্ডে এবার বিস্ফোরক তথ্য । এবার নৃত্য শিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ির চালককে আটক করলো পুলিশ । ২৩ ফেব্রুয়ারি মধ্য রাতে পানাগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা নৃত্য শিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। দুটি গাড়ির রেষারেষির জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি তোলে পুলিশ। ঘটনার পর ২৪ তারিখে সোমবার সকালে সুতন্দ্রার গাড়ির চালক ইভটিজিং থেকে বাঁচতে তাদের দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে দাবি করে। পড়ে ফের বয়ান বদল করে ওই চালক। অন্যদিকে বারবার বয়ান বদল করার জন্য এবার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো তার গাড়ির চালক রাজদেও শর্মা কে। এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল জানান, মঙ্গলবার ভোর রাতে চন্দননগর থেকে তাকে গ্রেফতার করে কাঁকসা থানায় আনা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুত্রে খবর মঙ্গলবার তাকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।