
প্রদীপ মাইতি,নন্দীগ্রাম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১০৩ তম পর্ব ছিলো রবিবার। এদিন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দীনবন্ধুপুর লকগেটে বিজেপির তরফ থেকে মন কি বাত এর আয়োজন করা হয়।এখানে সমস্ত বিজেপি নেতা কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন কি বাতের শেষে এদিন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু দক্ষিণ ২৪ পরগনার অপহৃত বিরোধীদের বাড়ি ফেরা নিয়ে বলেন, সমগ্র পঞ্চায়েত নির্বাচনে পুলিশ বিডিওরা লুট করেছে তৃণমূলের গুন্ডাদের সাথে নিয়ে। এইরকম নির্লজ্জ ও নগ্ন আমলা ভূ ভারতে কোথাও পাবেন না।
মগরাহাটে রাজনৈতিক কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে তার মন্তব্য, মগরাহাটে তৃণমূলের নেতারাই তৃণমূলকে খুন করেছে।
এদিন আরও একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় নিশানা করেন শুভেন্দু অধিকারী।