
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনাঃ প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা জানা নেই। কিন্তু চাকরি বড় বালাই। তাই প্রাণের মায়া তুচ্ছ করেই দুরু দুরু বক্ষে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন সরকারি কর্মীরা। শুক্রবার হাবরা শ্রীচৈতন্য কলেজে ডিসিআরসিতে আসা ভোট কর্মীদের মুখে শোনা গেল এমনই বক্তব্য। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকেই রাজ্যে শুরু হয়েছে অশান্তি, হানাহানি আর রক্তপাত। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। এবার সেই অশান্তির আবহেই ভোট কেন্দ্রের দিকে ব্যালট বাক্স নিয়ে রওনা দিলেন ভোট কর্মীরা। প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা জানা নেই। কিন্তু চাকরি বড় বালাই। তাই প্রাণের মায়া তুচ্ছ করেই দুরু দুরু বক্ষে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন সরকারি কর্মীরা। শুক্রবার হাবরা শ্রীচৈতন্য কলেজে ডিসিআরসিতে আসা ভোট কর্মী সৌমাভ রায়চৌধুরী, সফে আলম, পরিমল সাহুদের মুখে শোনা গেল এমনই এমনই আশঙ্কার কথা।
উদ্বিগ্ন ভোটের ডিউটিতে যাওয়া সরকারী কর্মীদের পরিবারও। বাড়ির রোজগেরে সদস্য যেন ভালয় ভালয় ভোট মিটিয়ে বাড়ি ফিরতে পারেন সেই প্রার্থনা করছেন সরকারি কর্মীদের বাড়ির লোকজন।