
প্রদীপ মাইতি, কোলাঘাট:শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ভোটপ্রচার সারলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় । এদিন প্রথমে তিনি পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ করেন।পরে মঙ্গলদ্বারীর লালচকের কয়েকটি মন্দিরে পুজো দেন এবং সেই এলাকার মানুষজনদের সাথে জনসংযোগ করেন।এবং সংবাদ মাধ্যমকে বলেন গাড়িতে চেপে প্রচার করলে , গরীব মানুষের কাছে পৌঁছানো যায়না ,তাই এলাকার প্রত্যন্ত অঞ্চল ও বিভিন্ন পাড়ায় ঢুকে প্রচার করছি।