
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশনে ‘জ়িরো আওয়ার’ চলছিল। বক্তব্য রাখ ছিলেন, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সভায় ঢুকে হামলা চালান দুই যুবক। তাঁরা সভার মাঝে কাঁদানে গ্যাসের গোলা ছোড়েন। এবং স্লোগান দিতে শুরু করেন ‘তানাশাহি নেহি চলেগা’। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল শাসক বিরোধী সাংসদদের মধ্যে।
কিছু ক্ষণের মধ্যে হামলাকারীদের ধরে ফেলা হয়। তবে নিরাপত্তারক্ষীরা নন, হামলাকারীদের ধরেছেন লোকসভারই দুই সাংসদ। উত্তরপ্রদেশের বিজনোর কেন্দ্রের বহুজন সমাজ পার্টির সাংসদ মালুক নাগর এবং রাজস্থানের নাগৌর কেন্দ্রের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। তার পর ধৃত দুজনকে তুলে দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের হাতে। আর বুধবারের নয়ক, মালুক নাগর এবং হনুমান বেনিওয়াল