
প্রশান্ত দাস,মালদা: ৩কিলোমিটার দীর্ঘ রাস্তা খাটিয়া তে করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হল রোগীর ।আর সেই মর্মান্তিক ছবি ভাইরাল নেট দুনিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে ১০০বছর ধরে বেহাল মাটির রাস্তা। বেশি ভাড়া দিলেও আসেন গাড়ি বা অ্যাম্বুলেন্স। যার ফলে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়া বা কাটের পাটাতনে। সেই রকম ভাবে খাটিয়ায় করে গ্রামের ভাঙা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল জ্বরে আক্রান্ত রোগীর।।বার বার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয় নি বলে দাবি এলাকাবাসির।