
নিজস্ব প্রতিনিধিঃ এবার দুই সাংবাদিকের ওপর ভারত সরকারের নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার এখনো এভাবে নজরদারির কাজ চালিয়ে যাচ্ছে। এই দুই সাংবাদিক হলেন দ্য ওয়্যার পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্ট প্রজেক্টের দক্ষিণ এশিয়া সম্পাদক আনন্দ মঙ্গনালে।
যদিও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি পুরোপুরি তথ্যনির্ভর নয়। অর্ধতথ্যের সমাহার এবং পুরোপুরি সাজানো।