
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ শুক্রবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ফিরেই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন তিনি বলে প্রধান মন্ত্রীর দফতর সূত্রে খবর। গত বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের চন্দ্রযান-৩-এর চাঁদ ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সফল অবতরণের পর প্রধানমন্ত্রীর ভাষণে জানিয়েছিলেন, শুক্রবার দেশে পৌঁছেই তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে যাবেন।
ব্রিকস সামিটে যোগ দিতে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় যান প্রধানমন্ত্রী। এদিকে, বুধবারই চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের দিন ছিল। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পরই ইসরোর বিজ্ঞানীদের ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
সফল অবতরণের পর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘ভারত চাঁদে পৌঁছে গেল। এটা নতুন ভারতের সূচনা। আমরা পৃথিবীর মাটিতে সংকল্প নিয়েছিলাম আর চাঁদে তা পূরণ হল।’