
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর: বুধবার রাজ্যের গোয়েন্দাদের দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না অর্জুন সিং ও তার ছেলে পবন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার পুত্র বিধায়ক পবন সিং কে রাজ্যের গোয়েন্দাদের সাথে দেখা করার জন্য জোড়া তলব করা হয়েছিল। বুধবার দেখা করার জন্য বলা হলেও শারীরিক অসুস্থতার জন্য বুধবার ব্যারাকপুর কমিশনারেটের অফিসে গিয়ে তদন্তকারীদের সাথে দেখা করবেন না বলে জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে তার পুত্র পবন সিং ও ভবানী ভবনে যাবে না বলে জানিয় দিয়েছেন অর্জুন সিং।
কারণ হিসাবে অর্জুন জানিয়েছেন পবন এদিন অন্য একটি মামলায় সাক্ষ্য দেবেন বলে আদালতে যাবেন। পাশাপাশি বুধবার অর্জুন সিং নিজের বাস ভবনে বসে বলেন “চটি চাটতে চাটতে যারা আমাদের কে বারবার তদন্তের নামে ডাকছে,যখন দিন বদলাবে তখন আমরা তাদের অবসর নেওয়ার পরও ডাকবো”। উল্লেখ্য দুটি পৃথক মামলায় অর্জুন সিং ও তার পুত্র পবন সিং কে বুধবার ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে বলেছিলো রাজ্যের গোয়েন্দা দফতর। প্রথমে যাওয়ার কথা বললেও, বুধবার অর্জুন জানান তিনি এবং তার পুত্র গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন না।