
নিজস্ব প্রতিনিধিঃ মডেল-অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যু নিয়ে এমনিতেই রহস্য তৈরি হয়েছে৷ শুক্রবার তার মৃত্যু খবর পাওয়া গেলেও শনিবার হট মডেল-অভিনেত্রী পুনম মারা যাননি বলে তিনি নিজেই জানিয়েছে। কিন্তু তার জীবিত ভুতের দাপট, এবার এই বাংলায়। হ্যাঁ ঠিক শুনছেন হট পুনমের জীবিত ভুতের ভয় দিন কাটছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের এক কলেজ পড়ুয়া যুবক। সেই যুবকের নাম ধনঞ্জয় বর্মন।
প্রত্যন্ত গ্রামের ছেলে ধনঞ্জয়ের মাটির ভাঙা বাড়ি। বাবা কৃষিকাজ করেন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় বালুরঘাটে একটি শপিংমলে কাজ করে ধনঞ্জয়। যে শুক্রবারের আগে কোনও দিনও পুনম পান্ডের নামই শোনেনি। কিন্তু তার কাছে ঘন ঘন ফোন আসতে শুরু করেছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে, পুনম পান্ডের সঙ্গে আপনার কেমন বন্ধুত্ব? ফোন এসেছে দেশের বিভিন্ন প্রন্ত থেকে এমনকি বিদেশ থেকেও। একাধিক ফোনে অতিষ্ঠ হয়ে ওঠেছেন ধনঞ্জয়। পাশাপাশি হট মডেলের ভয়ে প্রতি মুহুর্ত কাটছে তার। থানার দ্বারস্থ হতে চলেছেন ধনঞ্জয়।