
সুনন্দা দত্ত, রিষড়া : বাড়ির দরজার সামনে আসতেই কপালে তিলক ও মঙ্গল আরতি করে ঘরের ছেলেকে মালা পরিয়ে বরণ করল নিজের পরিবার। পাক রেঞ্জার্সের কবল থেকে দেশে ফেরার পর শুক্রবার রাতেই নিজের বাড়ি ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ছেলেকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা এলাকা।
পাক রেঞ্জার্সের কবল থেকে দেশে ফেরার পর শুক্রবার রাতে নিজের বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার বিকেলের সাড়ে চারটের পর হাওয়া স্টেশনের ১৭ নম্বর প্লাটফর্মে পূর্বা এক্সপ্রেস থেকে ভারতীয় জওয়ান পূর্ণম নামেন। পূর্ণমের বাবা এবং স্থানীয় পৌর প্রধান তাকে স্বাগত জানাতে যান স্টেশনে । জাতীয় পতাকা এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাকে । এরপর হাওড়া স্টেশন থেকে সড়কপথে রিষড়া পৌছান পূর্ণম । সেখানে অপেক্ষায় ছিল তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। বাড়ির সামনে আসতেই জাতীয় পতাকা হাতে নিয়ে অসংখ্য মানুষ তাকে দেখার জন্য ভিড় জমান। বাড়ির সামনে এসে পরিবারের মা ও স্ত্রীকে দেখে জাওয়ান বলে উঠলো “খুব ভালো লাগছে”।
হাওড়া স্টেশন থেকে পূর্ণম বলেন ” আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম “। এদিন রিসরায় পূর্ণম এর বাড়ি দেখিয়ে অকাল দীপাবলি মনে হচ্ছিল। বৈদ্যুতিন আলু প্রদীপের সেজে উঠেছিল গোটা বাড়ি।
তিনি আরও বলেন “গত ২৩ এপ্রিল পাকিস্তানে বন্দি হন স্বামী। তার আগের মাসে বাড়ি এসেছিলেন। সেই হিসাব করলে প্রায় দু’মাস পর দেখা হবে। বাড়িতে যেন অকাল দীপাবলি। ঠিক যেন রাম আসছেন। খুব ভালো লাগছে। বাড়িতে কেক আনা হয়েছে। কেক কাটা হবে। রান্নাবান্না হচ্ছে। লুচি, তরকারি, মিষ্টি খেতে ভালোবাসেন। তাই তাঁর পছন্দমতো রান্নাবান্না হচ্ছে।”
দীর্ঘ ৫৬ দিন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রিষড়ার জাওয়ানের পরিবারে গেছে অসংখ্য ঝড়। পাকিস্তান থেকে মুক্তি পেয়ে ভারতে আসার পর খুশির আনন্দে মেতে ওঠে গোটা সাউ পরিবার। পাশাপাশি বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে স্তব্ধ হয়ে পড়ে জাওয়ানের গলা।