
স্পোর্টস ডেস্ক :ভুবনেশ্বরে সিনিয়র আর্টিটিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ৩ টি সোনা ও একটি রুপো জিতলেন বাংলার প্রনতি দাস। ধারাবাহিক ভাবে নিজের দক্ষতা তুলে ধরছেন প্রনতি।
প্রনতি দাস বলেন, “পদক জিতে ভালই লাগছে। নিজের পরিশ্রম এবং আমার কোচ টুম্পাদির (দেবনাথ) ভূমিকাও বিরাট। লক্ষ্য সামনের দিকে এগোনোপ্রনতি দাস আগে কোচ জয় প্রকাশ চক্রবর্তীর কাছে প্র্যাকটিস করতেন। পরে জয়প্রকাশের মৃত্যুর পর জিমন্যাস্টিক্স ছেড়ে দেবেন ভেবেছিলেন। কিন্তু টুম্পা দেবনাথের জন্যই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন প্রনতি দাস। অলিম্পিয়ান প্রনতি নায়েকও টুম্পার কাছে প্র্যাকটিস করতেন। কিন্তু তিনি বেশি সুবিধা পাওয়ার জন্যই বাংলা ছেড়ে ওড়িশা চলে গিয়েছেন। কিন্তু প্রনতি দাস এখনও বাংলা ছেড়ে চলে যাননি। এখনও পদক জিতিয়ে বাংলাকে তুলে ধরছেন। কিন্তু বাংলা প্রনতি দাসদের প্রাপ্য সম্মান বা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ভাবে না। যা ওড়িশা সরকার করে দেখাচ্ছে।