
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএসসি নিয়োগ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি। পরীক্ষার্থীরা অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ছেন, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্য কবে শূন্যপদ পূরণ করবে জানতে চায় হাইকোর্ট। রাজ্য কে আমরা ইতিমধ্যেই একটা নির্দেশ দিয়েছিলাম। একজন সিভিল জাজ নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। ওই নিয়োগ না হওয়ায় কোন ভাইভা নেওয়া যাচ্ছে না। রাজ্য কবে পিএসসির এর শূন্য পদ পূরন করতে পারবে আমরা জানতে চাই, এজির উদ্যেশ্য প্রশ্ন করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির মন্তব্য, ভাইভা হয়নি জাজ নেই বলে। চেয়ারম্যান ইনচার্জ কিছু করতে পারছেন না। তারা অসুবিধায় পরেছেন। প্রচুর শূন্যপদ রয়েছে। পরীক্ষার্থীরা যারা ভাইভার জন্য অপেক্ষা করছেন তারা খুব হতাশ হয়ে পড়েছেন। তাদের বয়স পার হয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যতের প্রমোশন বয়েসের কারনে আটকে যাবে। সোমবার রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত।