
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : শিক্ষক হলেন গুরু। শিক্ষক মানুষ তৈরির কারিগর। মা-বাবার পর শিক্ষকের ছত্রছায়াতেই বেড়ে উঠি আমরা। তবে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভূবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। টলমল করতে করতে স্কুলে ঢুকলেন শিক্ষক. মদ্যপ অবস্থায় ছাত্র ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। অসুস্থ হয়ে বমি করতে করতে মাটিতেই শুয়ে পড়লেন। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ফেটে পড়েন গ্রামবাসী ও অভিভাবকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা যায়, আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যে এভাবেই মদ্যপ অবস্থায় স্কুলে আসতেন বলে দাবি অভিভাবকদের। নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করায় জিতেন্দ্রনাথ সিংহ এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শিক্ষকের যদি এমন আচরণ হয়, তাহলে কী শিখবে পড়ুযারা ?