
প্রদীপ মাহাতো, পুরুলিয়াঃ বাঘ ধরতে নাজেহাল পুরুলিয়ার বনদফতর। বাঘের উপদ্রবে ঘুম উড়েছে বান্দোয়ানের রাহামদা গ্রামের ভাঁড়ারি পাহাড়ের জঙ্গলের বাদীন্দাফের। পাহাড়ে বৃহস্পতিবার তিনটি মৃত গরুর দেহাংশ উদ্ধার হয়। তবে বন দফতরের দাবি বাঘের জন্য গরুগুলির মৃত্যু হয়নি, অন্য কোনও হিংস্র জন্তুর কারণে মারা গেছে গরু। একাধিক জায়গায় মিলেছে বাঘের পায়ের ছাপ। এরপরেই এলাকা জুড়ে আরও আতঙ্ক ছড়িয়েছে।
ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে বাঘ ধরার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, ড্রোন ক্যামেরাও ওড়ানো হচ্ছে, গবাদি পশু রেখে পাতা হয়েছে ফাঁদ। তবুও ফাঁদে পড়েনি বাঘ। নতুনভাবে রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারী পাহাড় জঙ্গলকে জাল দিয়ে ঘেরা হচ্ছে। যার ফলে জঙ্গলে যেতে পারছে না গ্রামবাসীরা অসুবিধায় পড়তে হচ্ছে তাদের।
বনদপ্তরের ৮ টি টিম জঙ্গলের বিভিন্ন এলাকায় বাঘের খোঁজে চালাচ্ছে। জঙ্গলে বসানো হয়েছে ৭৫ টি ট্রাপ ক্যামেরা। এত খোঁজাখুজি সত্ত্বেও বাঘ অধরা। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।