
প্রশান্ত দাস,মালদা:সরকারি গেষ্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গাঁন্ধীকে মধ্যাহৃভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। বিহার থেকে ৩১জানুয়ারী মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেষ্ট হাউসে।জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়।কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব,তারা দাবি করেছেন শাসক দলের ভয়ে কোন সরকারি গেস্ট হাউস দিতে চাইছেন না সরকারি আধিকারিকরা।তবে এই অভিযোগ অস্বীকার করে তৃনমূল জানিয়েছে,জানুয়ারি মাসে জেলা জুড়ে মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়।সেই কারণে গেস্ট হাউসগুলো আগে থেকেই বুক করা আছে ,তাই দেওয়া সম্ভব হচ্ছেনা।
রাহুলের ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করার পর থেকেই কোচবিহার,জলপাইগুড়ি , শিলিগুড়ি জেলা থেকে শাসক দলের বিরুদ্ধে ,অসহযোগিতার অভিযোগ তুলেছে কংগ্রেস।এবার মালদহ জেলাতেও একই অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।