
তামসী রায় প্রধান, কলকাতাঃ উত্তর ও দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে দক্ষিণ বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টি বঙ্গে। জল থৈ থৈ বিভিন্ন জনপদে।
মৌসম ভবন সুত্রে জানা গিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। উত্তর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার, ২৬ অগস্টও জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।