
নিজস্ব প্রতিনিধি, লখনউঃ যোগীরাজ উত্তর প্রদেশের বিজেপির ভরসা এখন বাহুবলী রাজ ভাইয়া। দু’দিন আগেও উত্তর প্রদেশের বিজেপি নেতাদের মুখে শোনা যেত বাহুবলী রাজ ভাইয়ার গুন্ডামির কথা। এবার সেই রাজ ভাইয়া পদ্ম শিবিরের মসিয়া।
যোগীরাজ উত্তর প্রদেশের বিজেপির ভরসা এখন বাহুবলী রাজ ভাইয়া। হ্যাঁ ঠিক ই শুনছেন। দাদাগিরি বা গুন্ডাদের বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ নিজের ভাবমূর্তি সাজিয়েছিলেন বুলডোজার আর এনকাউন্টার রাজের। সেই যোগী এখন দ্বারস্থ এক তথাকথিত দাদার। উত্তর প্রদেশের রাজনীতিতে যিনি রাজা ভাইয়া নামে পরিচিত। যার রয়েছে এক সাম্রাজ্য। রয়েছে একটি রাজনৈতিক দল। রয়েছে দু জন বিধায়ক। তিনি এবার হঠাৎ করে হয়ে গেলেন ইউপি রাজনীতির চাণক্য। শুনতে অবাক লাগলেও বাহুবলী রাজ ভাইয়ার দুই বিধায়কের সমর্থন নিয়ে, রাজ্য সভায় একটি আসন নিশ্চিন্ত করছে বিজেপি।
জনসত্তা দল (লোকতান্ত্রিক) দলের প্রধান রাজ ভাইয়া মঙ্গলবার স্পষ্ট করে বলেন, রাজ্য সভার আতটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। কিন্তু দু’দিন আগেও উত্তর প্রদেশের বিজেপি নেতাদের মুখে শোনা যেত বাহুবলী রাজ ভাইয়ার গুন্ডামির কথা। এবার সেই রাজ ভাইয়া পদ্ম শিবিরের মসিয়া। আর রাজা ভাইয়ার গুনমুগ্ধ দের দাবি, “রাজা ভাইয়া জি সরকার তৈরি বা ভাঙার ক্ষমতা রাখেন”। প্রসঙ্গত, জনসত্তা দল (লোকতান্ত্রিক) এর প্রধান রঘুরাজ প্রতাপ সিং “রাজা ভাইয়া” নামে পরিচিত। তার নেমে আদালতে একাধিক মামালা চলছে। যার মধ্যে উল্লেখ্য খুনের চেষ্ঠা, অপহরণ ইত্যাদি।