
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেই, রাজ্যসভার ভোট। আগামী ২৪ জুলাই হবে রাজ্যসভা নির্বাচন। গণনা হবে সেই দিনই। বাংলার সাতটি আসনে ভোট হবে। তার মধ্যে একটিতে উপনির্বাচন। জলের মত সহজ অঙ্কে ছটি আসনের মধ্যে পাঁচটি আসন পাবে তৃণমূল। একটি আসন পাবে বিরোধী বিজেপি। কিন্তু বিজেপির তরফ থেকে কে যাবেন রাজ্যসভায়! মিঠুন চক্রবর্তী! অনির্বাণ গঙ্গোপাধ্যায়! রূপা গঙ্গোপাধ্যায়! স্বপন দাশগুপ্ত! শমিক ভট্টাচার্য! দীনেশ ত্রিবেদী! না অন্য কেউ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে সব নামকে ছাপিয়ে সামনে এসেছে অবাক করে দেওয়ার মত দু’টি নাম। তাঁর দুজনেই “মহারাজ”।
ইতিমধ্যে বেশ কয়েকটি নাম ভাসতে শুরু করেছে, বাংলার রাজনৈতিক আকাশে। সূত্রের খবর, পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতাদের পছন্দের তালিকায় রয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামও উঠে এসেছে। বঙ্গ বিজেপির নেতাদের কয়েক জনের পছন্দের তালিকায় আছেন প্রাক্তন রাজ্য সভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাঠানো তালিকায় নাম রয়েছেন স্বপন দাশগুপ্ত এবং প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম।
সূত্রের খবর, এই একটিমাত্র রাজ্যসভা আসনের জন্য বঙ্গ বিজেপির তরফে সর্বভাতীয় সভাপতি জে পি নাড্ডার দফতরে দু’টি আলাদা তালিকা পাঠানো হয়েছে। একটি তালিকা পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অপরটি পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনের তালিকা তে একধিক নাম থাকলেও ‘কমন’ নাম একটি। তা হল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনন্ত মহারাজের নাম।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। এই সম্ভবনা প্রবল। কিন্তু কেন্দ্রীয় বিজেপি আর একটি নাম নিয়ে আলোচনা শুরু করেছে। তিনি আর কেউ নন তিনি মহারাজ। শোনা যাচ্ছে রাজ্যসভা সাংসদ হিসেবে রাজনীতিতে পদার্পণ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জল্পনা বাড়ছে, কোন মহারাজ যাচ্ছে রাজ্য সভায়।