
সোমনাথ মুখোপাধ্যায়,অযোধ্যাঃ বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে তাঁর হাতেই নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হল।
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্রো করে সেজে উঠেছে গোটা জনপদ। সোমবার রাম মন্দিরের পুজো শুরু হতেই আকাশ থেকে নেমে এল পুষ্প বৃষ্টি। সেনাদের হেলিকপ্টার নেমে আসে রাশি রাশি ফুল। চোখের পলকে পুস্পবৃষ্টিতে ঢাকা পড়ে যায় মন্দিরের দুধ সাদা মার্বেল চত্বর।
শুভ মুহূর্তে বাজানোর জন্য প্রত্যেক অতিথির হাতে দেওয়া হয়েছিল ঘণ্টা। প্রায় ৮ হাজার ঘণ্টা বেজে উঠল এক সাথে। ঘন্টা হাতে দেখা গেল অমিতাভ বচ্চন থেকে মুকেশ আম্বানি, অনুপম খের থেকে সচিন তেন্ডুলকর সহ আরও আনেকে।
৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হল। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান পরিচালনা করছেন ১২১ জন আচার্য। প্রধান আচার্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিত। গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়কে অনুষ্ঠানের দিতে দেখা গেল।