
ওঙ্কার ডেস্ক: রামনবমীর জেরে জেলায় জেলায় উত্তেজনার পারদ চড়ছে। প্রতিটি রাজনৈতিক দল এখন এনেমে পড়েছে মাঠে। অশান্তি ঠেকাতে তৎপর পুলিশ প্রশাসনও। তার মধ্যেই শনিবার হাওড়া স্টেশন থেকে অস্ত্র সহ গ্রেফতার হল এক ব্যক্তি। নাম- আমজাদুল শেখ। জানা গেছে, ধৃত ব্যক্তি মালদার বাসিন্দা। কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে অস্ত্র-সহ ধরা পড়ার পর পুলিশের কাছে সে জানিয়েছে, বিহার থেকে অস্ত্র নিয়ে কলকাতায় এসেছিল সে। পুলিশ জানতে পেরেছে আজাদুল অস্ত্র কেনাবেচা চক্রের একজন মিড্যল্ ম্যান হিসাবে কাজ করে। ধৃতর থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার রাইফেল,চারটে সেমি ফিনিসড পিস্তল, ১০ টা কার্তুজ ।
অন্যদিকে , তারাতলায় অভিযান চালিয়ে অস্ত্র-সহ মোঃ পারভেজকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশের জালে ধরা পড়ে এই পাচারকারি। তাঁর থেকে উদ্ধার করা হয়েছে একটি সিঙ্গল শাটার বন্দুক এবং 8 এম এম গুলি। পুলিশি জেরায় সে স্বীকার করেছে, শহরের বিভিন্ন জায়গায় তার অস্ত্র পাচারের কথা।
এমন কী দিন পাঁচেক আগেও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বন্দুক-সহ দু’জনকে গ্রেফতার করে । পুলিশের নজর এড়িয়ে কীভাবে রাজ্যে এতো পরিমাণ বেআইনি অস্ত্র ঢুকছে ? প্রশ্ন উঠছে পুলিশী তৎপরতা এবং ইন্টেলিজেন্স এর উপর। হঠাৎ করে রামনবমীর আগে রাজ্যে এতো বেআইনি অস্ত্রের আমদানি দেখে তটস্থ পুলিশ। বাড়ছে নজরদারী।