
জয়ন্ত সাহা ,আসানসোল:রাজনৈতিক বিভেদ ভুলে শ্রমিকদের পাশে বাম ও বিজেপি ।বন্ধ থাকা রানীগঞ্জ পেপার মিলের শ্রমিক আন্দোলন কে সমর্থন জানাতে একই মঞ্চে দেখা গেলো সিটু নেতা হেমন্ত প্রভাকর ও বিজেপি বিধায়ক অগ্নীমিত্রা পালকে।চাঞ্চল্য রাজনৈতিক মহল।গত ৩০ সে জানুয়ারি থেকে বন্ধ ঐতিহ্যবাহী রানীগঞ্জ পেপার মিল।এর ফলে কর্মহীন হয়েছেন ৩০০ জন শ্রমিক।এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা গেল বিজেপি ও বাম শিবির কে ।রবিবার মিলের শ্রমিকদের পাশে থেকে তাদের আন্দোলনে যোগ দিলেন বিধায়ক অগ্নি মিত্রা পাল ও সিটু নেতা হেমন্ত প্রভাকর।
এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন এই সরকার অপদার্থ সরকার ।রাজ্যে যে সব শিল্প রয়েছে সেগুলি ও বন্ধের মুখে । মিথ্যা ও উল্টাপাল্টা কথাবার্তা বলাই এই মুখ্যমন্ত্রীর কাজ। এই ফ্যাক্টরি খুলতে হবে শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে ।না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
অন্যদিকে সিটু নেতা হেমন্ত প্রভাকর জানান , মিল অবিলম্বে খুলতে হবে,। যারা শ্রমিকের সাথে লড়বেন বা পাশে থাকবেন তাদেরকে সবসময় স্বাগত।
শ্রমিকদের পাশে একই সঙ্গে বাম ও বিজেপি নেতারা এসে দাঁড়ানোয় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।