
স্পোর্টস ডেস্ক : এই মরসুমই শেষ। আর বাংলার হয়ে মাঠে নামবেন না মনোজ তিওয়ারি। ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেলো মনোজের। এইবার রঞ্জি ট্রফিতে নকআউটে যাওয়ার স্বপ্ন অধরাই টিম মনোজের।কেরালার বিরুদ্ধে চলতি অ্যাওয়ে ম্যাচে বাংলার পরিস্থিতি ভালো নয়। তবে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাংলার হতাশা বাড়িয়েছিল আবহাওয়াও। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশ ও ঘরের মাঠে ছত্তীসগঢ় ম্যাচের কথা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার কার্যত ৬ পয়েন্ট পাওয়ার কথা। কুয়াশার কারণে পুরো খেলা হয়নি। তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ঘরের মাঠে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে আবহাওয়ার কারণে দু-দলের একটি করে ইনিংস শেষ হয়নি। ফলে ১ পয়েন্ট এসেছে। গতবারের রানার্স বাংলা ট্রফি আসেনি। সেই কারণে এবার রঞ্জি জয়ের শেষ চেষ্টা করে মাঠে নামেন বাংলার ক্রীড়াপ্রতিমন্ত্রী। তবে নকআউটে যাওয়া হচ্ছে না। ফলে পরের ইডেনে বিহার ম্যাচই মনোজের শেষ ম্যাচ। আর তারপর সাংবাদিক সম্মেলন করবেন তিনি। তবে তার আগে রঞ্জি ট্রফি নিয়ে হতাশাপ্রকাশ করলেন। এদিন মনোজ সোশ্যাল মিডিয়ায় লেখেন,’আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফি বন্ধই করে দেওয়া উচিত। টুর্নামেন্টে বেশ কিছু বিষয়ই ভুল হচ্ছে। যার ফলে আকর্ষণ হারাচ্ছে রঞ্জি ট্রফি। এই ঐতিহ্যের টুর্নামেন্ট বাঁচাতে হলে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন। এত হতাশ, কী বলব।’