
অপরূপা কাঞ্জিলালঃ তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। এতদিন দক্ষিণী জগতকে সৌন্দর্য এবং অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি তবে সম্প্রতি পা দিয়েছেন বলিউডে। আর প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করেছেন, দুর্দান্ত সফল হয়েছে অভিনীত ছবি। অ্যানিমাল ছবিতে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে ছবিটির বিভিন্ন ধাপে চরিত্রের বয়স এবং ঘটনা প্রবাহ তার নানান রূপ দেখিয়েছে। একজন প্রেমিকা একজন স্ত্রী এবং পরবর্তীতে সম্পর্কের টানা পোড়েন এ তাঁর স্বামীর সঙ্গে বদলে যাওয়ার সম্পর্কের সমীকরণ সবটাই তিনি অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। যার কারণে তার গুণমুগ্ধরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। অভিনেত্রীর সুন্দর খোলামনে কথা বলার ধরনও মন জয় করে তার ভক্তদের তবে এ বার রশ্মিকার কথা শুনে মন গলেছে তাঁর নিন্দুকদেরও। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রতি দিনই তিনি তাঁর বাড়ির পরিচারকদের পা ছুঁয়ে প্রণাম করেন। শুনে অবাক হয়েছেন অনেকেই। আসলে তাঁর সহজাত স্বভাবের কারণে ভীষণ জনপ্রিয় অভিনেত্রী। এ বার পরিচারকের পা ছুঁয়ে প্রণামের কথা শুনে সকলেই আপ্লুত অভিনেত্রীর ব্যবহারে। আসলে রশ্মিকা জানান, তিনি কোনও রকম শ্রেণিগত বিভাজনে বিশ্বাসী নন। মিষ্টি এই অভিনেত্রীর প্রতি অনেকেই অনুভূতিপ্রবণ হলেও অভিনেত্রী কাকে মন দিয়েছেন তা নিয়েও চলছে চর্চা। দীর্ঘদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাকি চুপিচুপি চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা মন্দানা।
প্রকাশ্যে যদিও তাঁরা সেই বিষয়ে কিছুই বলেননি। তবে সম্প্রতি রটে গিয়েছিল যে তাঁরা নাকি ফেব্রুয়ারি মাসেই বাগদান করতে চলেছেন । ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে রশ্মিকাকে শেষ দেখা গিয়েছে। দক্ষিণী তারকা অল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’-এর কাজে এখন ব্যস্ত তিনি। এমন একজন তারকার এমন নম্র ব্যবহার স্বাভাবিক ভাবেই প্রশংসনীয়।