
ওঙ্কার বাংলা ডেস্ক: রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তকারীরা গত ৫ নভেম্বর রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট খতিয়ে দেখে সাত দিনের মধ্যে সুবীরের জবাব তলব করা হয়েছিল। সুবীরের সেই জবাবি চিঠি, তদন্ত রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান নিয়ে বৈঠকে বসে এগজিকিউটিভ কাউন্সিল। সবকিছু খতিয়ে দেখে সেই বৈঠকেই সুবীরকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেন, সুবীর মৈত্রকে জরুরি ভিত্তিতে বরখাস্ত করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে বরখাস্ত হওয়ার কারণে তিনি অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না। শুধু তাই নয়, তাঁর কৃতকর্মের জন্য বিশ্ববিদ্যালয় যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই কারণে অর্থও দিতে হতে পারে সুবীরকে।
উল্লেখ্য, সুবীরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তাঁর বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয়, সেই সময় তাঁর পরিবর্ত হিসেবে আশিস সামন্তকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।