
প্রতীতি ঘোষ,হাবড়া:মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশের টেন্টের শুভেচ্ছা ব্যানারে লাগানো হয়েছিলো মমতা ,অভিষেক,জ্যোতিপ্রিয় ও কাকলী ঘোষ দস্তিদারের ছবি।বিরোধীদের প্রতিবাদের জেরে অবশেষে পুরসভার তরফে লাগানো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া সেই সব শুভেচ্ছা ব্যানারগুলি থেকে সরিয়ে দেওয়া হলো সেই ছবিগুলি।
শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আর তাই হাবড়া পুরসভার তরফে পরীক্ষা কেন্দ্র গুলোর পাশে অভিভাবকদের জন্য টেন্ট করা হয়েছিলো,। এছাড়া হাবড়া যশোর রোডের পাশে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছিলো পুরসভার তরফে।যেখানে বড় বড় ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি লাগানো ছিল ।যা নিয়ে বিরোধীরা অভিযোগ জানাতে শুরু করে । বিজেপির তরফ থেকে বলা হয় জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি বা অভিষেক ব্যানার্জির ছবি পুরসভার দেওয়া ব্যানারে থাকবে কেন?এই ভাবে ছাত্রদের শুভেচ্ছা বার্তা দেওয়ার নামে দলীয় প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে।অবশেষে সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের জন্য তৈরি টেন্টের ভেতর থেকে সরানো হলো সেই সমস্ত ব্যানার ।পরিবর্তে লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিকি ছবি।
ছবি সরাবার পর বিজেপির তরফ থেকে বলা হয় দেরিতে হলেও হুশ ফিরেছে পুরসভার ।
বর্তমানে এই ঘটনাকে ঘিরে সরগরম হাবড়ার রাজনীতি।