
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার মা-বাবার আবেদনকে মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট শুনতে পারবে মামলা।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিহত তরুণীর পরিবার। কিন্তু হাইকোর্টের তরফে জানানো হয়, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই সময়ে হাইকোর্ট সেই মামলা শুনবে না। এবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
প্রসঙ্গত বহুদিন ধরেই নিহত চিকিৎসকের পরিবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আসছে। এমনকি রাজধানী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আসেন নিহত চিকিৎসকের মা-বাবা। পরিবারের দাবি, সিবিআই তদন্তে অনেক রহস্য উন্মোচিত হয়নি। এরপর তৎপরতা বাড়ায় সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টর ও এক মহিলা পুলিশ কর্মীকে। সেই আবহে শীর্ষ আদালত এই নির্দেশ দিল।