
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে মহা মিছিলের পর এবার মহা সমাবেশের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা । সেইমতো শুক্রবার বিকেলে সেই মহাসমাবেশে হাজির হন কাতারে কাতারে মানুষ। সেই মহাসমাবেশ থেকে জুনিয়র ডাক্তারদের হুঙ্কার, ‘বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না’।
তাঁরা জানান, ‘আমাদের দশ দফা যতদিন না মানা হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে. আমাদের দশ দফা দাবির নটা দাবি জাতে অভয়ার মতো ঘটনা আর না হয়। আর একটা দাবি অভয়ার সাথে এটা কেন হল, তার জবাব চাওয়া। এই জবাব আমরা নিয়ে ছাড়বো’.
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার দুমাস অতিক্রান্ত. দমেনি আন্দোলন বিক্ষোভ. পুজোর মরশুমেও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা. তিলোত্তমার বিচার সহ ১০ দফা দাবিতে চলছে অনশন কর্মসূচি. আগামী ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি. সিবিআই-এর তদন্ত কতদূর, ডক্তারদের নিরাপত্তা সংক্রান্ত কাজই বা কতদূর এগলো, তা জানা যাবে শুনানিতে. কী উঠে আসে সেই শুনানিতে, সেদিকেই তাকিয়ে চিকিৎসক মহল সহ গোটা দেশ.