
নিজস্ব প্রতিনিধি:আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবারও রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত।রাজ্যের বিভিন্ন জেলার সর্বস্তরের মানুষ বুধআর সকাল থেকেই নেমেছেন আন্দোলনে।এদিন আসানসোলে দোষীদের বিচার চাই স্লোগান তুলে আন্দোলনে নামেন সর্ব ভারতীয় আদিবাসী সংগঠনের সদস্যরা।আসানসোলের বি এন আর মোড় থেকে প্রতিবাদ মিছিল করে SDO র কাছে স্মারকলিপি জমা দেন তারা।এদিন একই দাবিতে আন্দোলনে নামেন জলপাইগুড়ির অঙ্গণওয়াড়ি কর্মীরা।জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশ মহিলা এসে বিক্ষোভ দেখান জেলা শাসকের কার্যালয় চত্বরে।
অপরদিকে টাকা চাইনা সম্মান চাই এই স্লোগান তুলে আন্দোলনে নামে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর আর্য বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা।প্রায় দু ঘন্টা ধরে চলে এই অবরোধ।এর ফলে এলাকায় বিশাল যান যটের সৃষ্টি হয়।