
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : আর জি করকাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে সমাজের যখন সব স্তরের মানুষজন রাস্তায় নামছে তখন পিছিয়ে নেই বৃহন্নলারা। খড়গপুরে পথে নামল খড়গপুর বৃহন্নলা গোষ্ঠী! এদিন খড়গপুর শহরের খরিদা থাকে মালঞ্চা অতুলমণি স্কুল পর্যন্ত মিছিল করেন তাঁরা।
খড়গপুরের বৃহন্নলা গোষ্ঠী একত্রিত হয়ে দাবি তোলে কলকাতার আরজি করের ঘটনায় জড়িত ধর্ষকের ফাঁসি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলের শাস্তি চাই।
বৃহন্নলা গোষ্ঠীর মৌসুমী মাসি বলেন, ‘আমাদের সমাজ অন্য চোখে দেখে, কিন্তু মেয়েদের কুনজরে দেখা এই পুরুষরা সমাজের জঘন্য ব্যক্তি। আজ কলকাতার আরজি করের নির্যাতিতা সেই মেয়েটির বিচার চাইতে আমরা পথে নেমেছি, আগামীদিনে প্রকৃত দোষীরা ধরা না পড়লে বৃহন্নলারা বাংলার পাশাপাশি সারা দেশে আন্দোলনে নামবে’। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে খড়গপুরের বৃহন্নলারা ওই ডাক্তারের পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমরাও সমাজে মানুষ হিসেবে বাস করি, তাই আরেকটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। না হলে পরবর্তীকালে ধর্ষকেরা ভয় পাবে না.’